শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কার সঙ্গে লং ড্রাইভে যেতে চান কর্ণিয়া?

প্রকাশনার সময়: ১৯ জুন ২০২৪, ১৩:২৮

জনপ্রিয় সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। গানের পাশাপাশি ক্রিকেট নিয়েও রয়েছে তার উৎসাহ-উদ্দীপনা। সম্প্রতি এক সাক্ষাৎকার জানিয়েছেন, কার সঙ্গে লং ড্রাইভে যেতে চান তিনি।

মৌসুমী মৌয়ের সঞ্চালনায় নাগরিক টিভির অনুষ্ঠানে সঞ্চালক জানতে চান, ‘কোন ক্রিকেটারের সঙ্গে লং ড্রাইভে যেতে চান?’

উত্তরে কর্ণিয়া জানান, সেই ক্রিকেটার এখন আর খেলেন না। উত্তর আন্দাজ করে নিয়ে তখন মৌসুমী মৌ বলেন, ‘তিনি কি মাশরাফি বিন মুর্তজা?’

হাসতে হাসতে কর্ণিয়া তখন বলেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে এত ভালো লাগে...। কেন ভালো লাগে তা জানি না। উনি তো আমাদের এলাকার মানুষ। তার বাড়ি নড়াইল, আমার নানাবাড়ি মাগুরা। আমি তাকে অনেক কাছ থেকে দেখেছি।’

মাশরাফিকে নিয়ে কর্ণিয়া বলেন, ‘আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যেখানে কয়েকজন ক্রিকেটারও ছিলেন। তখন মাশরাফিকে আরও কাছ থেকে দেখার সুযোগ পাই। আচরণসহ সবকিছু মিলিয়ে তাকে আমার ভীষণ পছন্দের। একবার উনি একটা মিটিংয়ে ছিলেন, তখন এক বয়স্ক নারী ওনার জন্য গাছের কোনো একটা ফল নিয়ে আসেন। উনি ‘চাচি আনছেন, দ্যান খাই’ বলে খাওয়া শুরু করেন। ওনার মধ্যে এই যে সাধারণ ব্যাপারটা, এটা আমার খুব ভালো লাগে।’

মাশরাফি বিন মুর্তজা রাজনীতিতে নাম লিখিয়েছেন। পরপর দুবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। বিনোদনজগতের অনেকেও রাজনীতিতে যুক্ত হয়েছেন। কর্ণিয়াও কি রাজনীতি করবেন?

এমন প্রশ্নের উত্তরে হাসতে হাসতে কর্ণিয়া বলেন, ‘আমাকে যদি বলা হয় মাশরাফির পাশে থাকতে, তাহলে আছি।’

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ