ঢাকা, বুধবার, ৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ জিলহজ ১৪৪৫

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ১২:৫১

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে আছেন। পেসমেকার পাল্টানোর জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তার।

পরিবারিক সূত্রের খবর, দুই দিন আগে ভর্তি হন তিনি। জানা গেছে তার অস্ত্রোপচার সফল হয়েছে। ভালো আছেন তিনি।

চিকিৎসার নিয়ম অনুসারে নির্দিষ্ট সময় অন্তর পেসমেকার বদলাতে হয়। সাহিত্যিকের পেসমেকার পুরোনো হয়ে গিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পেসমেকারের কারণে বর্ষীয়ান এই লেখকের যাতে অন্যকোনো শারীরিক সমস্যা তৈরি না হয়, তাই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নির্দিষ্ট দিনে তার অস্ত্রোপচার হয়, সঙ্গে সামান্য শ্বাসকষ্ট শুরু হয়।

তবে চিকিৎসকদের পক্ষ থেকে পরিবারের সদস্যদের জানানো হয়েছে, বর্তমানে ৮৮ বছরের সাহিত্যিকের অবস্থা স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি।

উল্লেখ্য, পাঠকপ্রিয় এই লেখক অসংখ্য হৃদয় ছোঁয়া লেখা লিখেছেন। ছোট গল্প, শিশুতোষ, উপন্যাস, ভ্রমণ কাহিনী ছাড়াও বহু সম্পাদকীয় এসেছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলম থেকে। আনন্দবাজার গোষ্ঠীর সঙ্গে দীর্ঘ সময় ছিলেন পেশাগতভাবেও যুক্ত। যদিও তিনি এখন ঘরে বসেই লেখালেখির কাজ সামলাচ্ছেন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ