ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে জায়েদ খানের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশনার সময়: ১৭ জুন ২০২৪, ২০:৪০

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই ঈদ যদি উদযাপিত হয় বাবা-মায়ের সঙ্গে, তাহলে তো কথাই নেই। কিন্তু বাবা-মাকে ছাড়া ঈদে মন ভালো নেই ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খানের। এ নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই তারকা।

সোমবার (১৭ জুন) ফেসবুকে তিনি লিখেছেন, ‘তোমাদের ছাড়া ঈদ। তোমাদের সালাম করা ছাড়া দিন শুরু হওয়া ঈদ। তোমাদের সালামি পাওয়া ছাড়া ঈদ। তোমাদের কপালে চুমু খাওয়া ছাড়া ঈদ। এখন আর ঈদ মনে হয় না। সারাজীবন এই শুন্যতা বয়ে বেড়াতে হবে। তোমাদের অনেক মিস করতেছি আব্বা-আম্মা।’

এই স্ট্যাটাসের সঙ্গে চিত্রনায়ক বাবা-মায়ের কবরের ছবিও জুড়ে দেন। সেখানে তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

জাহাঙ্গীর আলম নামে একজন লিখেছেন, মহান আল্লাহ আপনার পিতা-মাতা এবং সকল কবরবাসীকে জান্নাত দান করুন।

মাসুদ রানা নকীব নামের আরেকজন লিখেছেন, মহান সৃষ্টিকর্তা তাদেরকে জান্নাত নসিব করুন। আমিন।

গত ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পায়। যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন এই চিত্রনায়ক। এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ