ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক। ঈদ এলেই সিনেমা মুক্তি দেওয়ার একটা হিড়িক পড়ে। গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১১টি সিনেমা। তার মধ্যে দু-একটি সিনেমা কিছুটা দর্শক টানতে পারলেও বাকিগুলো দর্শকের কাছে ঠিকভাবে পৌঁছাতে পারেনি। কারণ হল সংকট।
সংকটের মধ্যেই এবার ঈদুল আজহা উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা। এগুলো হচ্ছে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘রিভেঞ্জ’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘আগন্তুক’। এরমধ্যে একা ‘তুফান’ পেয়েছে ১২৩ হল, ময়ূরাক্ষী পেয়েছে মাত্র ২ হল। বাকি তিন ছবির মধ্যে যথাক্রমে ১৫টি হল পেয়েছে রিভেঞ্জ, ১৩টি পেয়েছে ডার্ক ওয়ার্ল্ড ও ৫টি আগন্তুক সিনেমা।
ঈদুল আজহার সবচেয়ে আলোচিত সিনেমা ‘তুফান’। শুরু থেকেই নানা কায়দায় তুফান আলোচনার তুঙ্গে থেকেছে; যার মধ্যমণি শাকিব খান। সিনেমায় শাকিব খান আছেন–ভক্তদের জন্য কেবল এ তথ্যই যথেষ্ট। নির্মাতা কে, গল্প কী–এ সবই যেন তুচ্ছ। দেশের সিনেমার অন্যতম এ তারকার সিনেমা সুপারহিট করে ভক্তরা অনেকবারই সেই প্রমাণ দিয়েছেন। প্রিয় নায়কের জন্মদিন উপলক্ষে যখন তুফানের লুক পোস্টার প্রকাশ করা হয় তখন ভক্তরা ছাড়াও নড়েচড়ে বসেছিলেন অন্যরা।
আগামীকাল থেকে সেই ছবি দেশের ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান হল লিস্ট প্রকাশ করে জানিয়েছেন এই তথ্য। রায়হান রাফী পরিচালিত এই আনকাট সেন্সর পাওয়া তুফানে শাকিব খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ ছবিতে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ