শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘লোকটাকে কয়েক ঘণ্টা পেটানো উচিত’

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৪, ১৫:৩০

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর এক খবর। যেখানে দাবি করা হয়, বিয়ে করেছেন রাজ-বুবলী। মূলত উইকিপিডিয়াতে কেউ ইচ্ছে করেই বুবলীর নামের পাশে স্বামী হিসেবে শরিফুল রাজের তথ্য সংযোজন করেন। আর সেখান থেকেই উঠে গুঞ্জন। সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই চিত্রনায়িকা।

তবে এবার সেই গুঞ্জনের জবাব দিলেন বুবলী। গণমাধ্যমে প্রচারিত এক অনুষ্ঠানে বুবলী বলেন, ‘যারা তথ্যগুলো এডিট করেছে, সেই অবস্থাতেই ওই লোকটা বা ওই গ্রুপটাকে ধরে মিনিমাম কয়েক ঘণ্টা পেটানো উচিত। মানুষের মধ্যে যখন নোংরামি বা হিংসাত্মক জিনিসগুলো থাকে, তখনই এমন ভুয়া নিউজ ছড়ানোর চিন্তাভাবনা করে। আমার মনে হয়- এগুলো যারা বোঝার, তারা খুব ভালোভাবেই বোঝে।

এ ঘটনার সময় শুটিং ফ্লোরে ছিলেন বুবলী। তিনি বলেন, খবরটি দেখে টিমের সবাই বলছে, করল তো করল আন্তর্জাতিক কাউকে নিয়ে করত!

উপস্থাপকের প্রশ্ন, তাহলে কাকে চাইতেন? বুবলীর জবাব, বারাক ওবামাকে দিতে পারত। বিষয়টা নিয়ে কথা বলতেও খুব আজব লাগে। সব সময় তো সবকিছু প্রমাণ করা সম্ভব নয়। সচেতন মানুষদের ভুল-ঠিক নিউজগুলো বুঝে নেওয়া উচিত।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ