ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

শাকিবের সিনেমা নিয়ে হতাশ, শীর্ষে থাকবে বুবলীর রিভেঞ্জ: ডিপজল

প্রকাশনার সময়: ১৩ জুন ২০২৪, ১২:২৩

ঈদে দর্শকদের আনন্দ দিতে এক ঝাঁক সিনেমা নিয়ে হাজির হন নির্মাতা ও কলাকুশলীরা। এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম শাকিব খানের ‘তুফান’ আর শবনম বুবলীর ‘রিভেঞ্জ’।

ইতোমধ্যে সিনেমা দুটি নিয়ে জোর চর্চা হচ্ছে দর্শকদের মাঝে। কথা বলছেন চলচ্চিত্র জগতের অনেকেই। কেউ শাকিবের পক্ষে বলছেন, কেউ বিপক্ষে। অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বুবলীর সিনেমাও।

রায়হান রাফীর নির্মিত ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আর মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমায় বুবলীর নায়ক রোশান। এবার এই দুই সিনমো নিয়ে কথা বলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

তিনি বলেছেন, তবে দুই সিনেমার মধ্যে বুবলীর ‘রিভেঞ্জ’ নিয়ে বেশ আশাবাদী তিনি। কিন্তু হতাশা প্রকাশ করেছেন শাকিবের ‘তুফান’ সিনেমাটি নিয়ে।

ডিপজল বলেন, ‘রিভেঞ্জ’ সিনেমাটি ভালো হয়েছে। আমরা মনে হয় এই ঈদে এটাই এক নম্বরে থাকবে। ‘তুফান’ নামে আগেও অনেক সিনেমা হয়েছে। আমি তো এই সিনেমার গল্পটা জানি না। তবে এটি যদি রিমেক হয় তাহলে এটি চলার কথা না। আর রিমেক না হয়ে অন্য কোনো গল্প হয় আর যত বড় কথা বলে এই সিনেমা অত বড় যায় না। কথা কম বলা ভালো, সিনমো দেখেই তো দর্শক বলবে ভালো না মন্দ।

অভিনেতা আরও বলেন, আমি যতটুকু আওয়াজ পেয়েছি, অত ভালো হয়নি। যার জন্য হল মালিকরাও কম চাপছে সিনেমটির পেছনে। তবে ঈদের এক নম্বর সিনমো হবে ‘রিভেঞ্জ’।

সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে বেশ প্রশংসা করেছে। তারাও বলেছে, ঈদের সেরা সিনমো হবে এটি। বুবলীর ‘রিভেঞ্জ’-এর জন্য আমার শুভ কামনা থাকবে আমার। আর শাকিব আমাদের ঘরের ছেলে। এই ঈদেও ওর সিনেমাও মুক্তি পাচ্ছে। ওর জন্যও শুভকামনা থাকবে।’

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ