সাবেক সংসদ সদস্য ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম রাজনৈতিক কর্মকাণ্ড আর স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে- ‘এইডসে আক্রান্ত হয়েছেন’ এই গায়িকা। বিষয়টি শিল্পী নিজেও দেখেছেন। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি।
আমেরিকা থেকে একাধিক স্টেজ শো করে দেশে ফিরেছেন মমতাজ। বিষয়টি তার কানেও গিয়েছে। এটি নিয়ে ভীষণ বিব্রত হয়েছেন তিনি।
আসন্ন কোরবানির ঈদ নিয়ে অনেক ব্যস্ত মমতাজ। এরই মধ্যে এক দলের এমন বানানো মিথ্যাচার শুনে বেশ অবাক হয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে মমতাজ বলেন, ‘শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক।’
জানা গেছে, ঈদের পরদিন স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি সেখানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেবেন।
মমতাজ বেগম বাংলা লোকগানের সংগীত শিল্পী এবং জাতীয় সংসদের সাবেক সদস্য। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন। তিনি দুইবার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ