শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কালো গাউনে দ্যুতি ছড়ালেন মিম

প্রকাশনার সময়: ১০ জুন ২০২৪, ১৩:২৫

রূপে-গুনে অনন্যা হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভক্তদের মাঝে প্রতিনিয়তই মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। হোক পর্দায় কিংবা পর্দার বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছেন বেশ সক্রিয় এই তারকা। বিভিন্ন ফটোশুটের ছবি ফেসবুক প্রকাশ করে জানান দিচ্ছেন যে, তিনি পুরোপুরি ফিট।

সম্প্রতি কালো গাউনে আলো-আধারের খেলায় মেতেছিলেন মিম। সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

গলায় নেকলেস, কালো গাউনে মোহমীয় রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। মিমকে কালো এই পোশাকে দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত-অনুরাগীরা।

কেউ লিখেছেন, ‘ব্ল্যাক ডায়মন্ড’। কেউ আবার শাকিব খানের ‘লাগে উরাধুরা’ গানের কিছু লাইন লিখেছেন। কারো মন্তব্য, ‘মিমের থেকে চোখ ফেরানোই দায়’।

সম্প্রতি ওপার বাংলার অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এটি কলকাতায় তার পঞ্চম সিনেমা।

মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ