জেলেপল্লীর গল্পে পরিচালক বজলুর রাশেদ চৌধুরী নির্মাণ করছেন ‘মানব দানব’। সম্প্রতি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
নিজের নতুন ছবি ও বনির সঙ্গে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, ‘অক্টোবর মাস থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হবে বলে আমি জনেছি। বাকি শুটিং কোথায় হবে সেটা আমি এখনো জানি না। বনি অনেক ভালো একজন অভিনেতা। আশা করছি দারুণ একটি কাজ হবে।’
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক বজলুর রাশেদ চৌধুরীর বলেন, ‘জেলেপাড়ার গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। এখানে গ্ল্যামারের চেয়ে অভিনয়টা বেশি দরকার। বনি ও দীঘি ভালো অভিনয় করেন। তারা চরিত্রের গভীরতা বুঝে নিজেদের সেরাটা উপহার দেবেন বলে মনে করি।’
২০১১ সালে মাকে হারিয়েছেন অভিনেত্রী দীঘি। তার মা দোয়েলও ছিলেন চলচ্চিত্রাঙ্গনেরই একজন। ‘শুভদা’, ‘রাজলক্ষী-শ্রীকান্ত’ ও ‘কাবুলিওয়ালা’সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। গতকাল ছিল প্রয়াত অভিনেত্রী দোয়েলের জন্মদিন। জন্মদিনে মাকে স্মরণ করে দীঘি বলেন, ‘আজকে আমার যে অবস্থান তা মায়ের জন্য। ছোট দীঘি থেকে বড় দীঘি পর্যন্ত। আট বছর ধরে ক্যামেরার বাইরের থাকার পরও মানুষ মনে রেখেছেন, অভিনয়ে দেখতে চেয়েছেন এটা পুরোটাই মায়ের অবদান। মায়ের সঙ্গে থাকলে পথচলা আরো মসৃণ হতো।’
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র যাত্রা শুরু করেছিলেন দীঘি। ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ বেশকিছু ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন তিনি। শিশুশিল্পী হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ ছবি দুটি। ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ ছবিতে জাতির পিতা বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। বর্তমানে অভিনয় করছেন বঙ্গবন্ধুর বায়োপিকে। এর মাঝেই নতুন ছবি ‘মানব দানব’-এর সুখবর দিলেন দীঘি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ