ঢাকাই সিনেমায় পা রাখছেন জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস। যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণের ওপর পড়াশোনা করছেন মান্না-শেলী দম্পতির ছেলে।
সিনেমা জগতে নাম লেখানোর ইচ্ছার কথা ফেসবুকে জানিয়েছেন মান্নাপুত্র নিজেই।
তিনি জানিয়েছেন, বিনোদন জগতে নাম লেখাবেন এবং এ পথেই হাঁটবেন। তবে আপাতত অভিনয় নয়, ইচ্ছা অ্যাকশন সিনেমা পরিচালনা করার।
তার ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা যায়- ইন্তিসার আহমেদ নামে যুক্তরাষ্ট্রে তার এক বন্ধু আছেন। যাকে তিনি নিজের ভাই মনে করেন। তাকে নিয়েই তিনি সিনেমা বানাতে চান।
এক মন্তব্যে তিনি লিখেছেন, ‘আমি সিনেমা করব না। তবে আমি বানাব। আর আমার স্ট্যাটাসে যার ছবি দিয়েছি, ইন্তিসার আহমেদ, সে করবে নায়ক। ’
সিয়ামের মা শেলী মান্না জানান, ছেলে এখন যুক্তরাষ্ট্রে। ইন্ডাস্ট্রি বোঝার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘রক্তে তো অভিনয় আছে। কিন্তু এগুলো নিয়ে আমরা কখনো চাপ দেইনি। সে অভিনয় করতে চাইলে করবে, পরবর্তীকালে হয়ত মডেলিং করতে পারে। এগুলো একটু সময় নিয়েই জানাব। ’
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ