বাংলাদেশে আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দীর্ঘ ১৪ বছর পর আবারও তার ঢাকা সফর।
আগামী শুক্রবার (৭ জুন) একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নেবেন এই তারকা। বিষয়টি এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
অর্জুন রামপাল বলেন, ‘হাই ঢাকা, আমি অর্জুন রামপাল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে।
এ দিকে অভিনেতার আসার খবরে ভীষণ উচ্ছ্বসিত তার ভক্তরা। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে বলিউডের এ তারকা ঢাকায় আসবেন।
জানা গেছে, বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন অর্জুন। শো স্টপার হিসেবে থাকবেন তিনি।
এর আগে, ২০১০ সালে যখন ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন অর্জুন। সে সময়ে তার সঙ্গী হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী রানী মুখার্জি।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ