ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সালমানকে বিয়ে করতে ২৪ বছর বয়সী নারীর হুলুস্থুল কাণ্ড

প্রকাশনার সময়: ০৩ জুন ২০২৪, ১৩:৩৮

মাঝে মধ্যেই প্রিয় তারকার জন্য নানান কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা। এবার তেমনি বিব্রতকর এক ঘটনা ঘটে গেল বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সঙ্গে। সম্প্রতি পানভেলের ফার্ম হাউজে গিয়ে সালমানকে বিয়ের দাবিতে হুলুস্থুল কাণ্ড করলেন ২৪ বছর বয়সী এক নারী। যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এই অভিনেতা।

জানা গেছে, ওই নারী দিল্লির বাসিন্দা। পানভেলের ফার্ম হাউজে গিয়ে সালমানের সঙ্গে দেখা করে তাকে বিয়ে করতে চান। যদিও সে সময় ফার্ম হাউজে ছিলেন না এই অভিনেতা। পরে ওই গ্রামের বাসিন্দারা নারীর বক্তব্য ভিডিও করেন। পাশাপাশি পানভেলের তালুকা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মেয়েটিকে নিয়ে আসে। এরপর মেয়েটিকে সীল নামে একটি এনজিওর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। কারণ, মেয়েটি মানসিকভাবে ভীষণ অসুস্থ।

ভারতীয় গণমাধ্যমে সীলের প্রতিষ্ঠাতা ও যাজক ফিলিপ বলেন, গত ২২ মে মেয়েটিকে আমাদের আশ্রয়ে আনা হয়েছিল। সে সময় তার অবস্থা বেশ গুরুতর ছিল। সে আমাদের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। বার বার বলছিল সালমান খানকে বিয়ে করতে চাই। আসলে পর্দায় সালমানকে দেখে গভীরভাবে তার প্রেমে পড়েছে মেয়েটি।

তিনি আরও বলেন, মেয়েটির শারীরিক-মানসিক অবস্থা এখন স্থিতিশীল। আমরা মেয়েটিকে কালামবোলির এমজিএম হাসপাতালে ভর্তি করেছি। সেখানে তার মনোরোগের চিকিৎসা চলছে এবং মেয়েটির মাকে ডেকে আনা হয়েছে।

মেয়েটির এমন কাণ্ডে উদ্বিগ্ন হয়ে পড়েছিল তার পরিবার। কারণ, মেয়েটি একা পানভেলে গিয়েছিল। আমরা হাসপাতালে ৮ দিন ধরে তার চিকিৎসা করছি। এখন মেয়েটি ভালো আছে এবং বাড়ি চলে যেতে পারবে।

সুস্থ হওয়ার পর নিজের কর্মকাণ্ড নিয়ে অনুতপ্ত হয়ে মেয়েটি বলেন, আমি ছোটবেলা থেকেই সালমানের সিনেমা দেখি। সরল মনে ভেবে নিই, আমি তাকে বিয়ে করব। পানভেলে যাওয়া এবং চিকিৎসার পর উপলদ্ধি করতে পেরেছি, আমার ভাবনা ভুল ছিল। সালমানের একটি জীবন আছে। সিনেমা এবং বাস্তবতা আলাদা বিষয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ