মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে লাইফ সাপোর্টে মডেল-অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। এ অবস্থায় তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার, সহকর্মী ও ভক্তরা। দোয়া চেয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন ফেসবুকে। বাদ যাননি তার দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী দীপা খন্দকারও।
আবেগঘন ভাষায় ফেসবুকে দীপা লিখেছেন, ‘মানুষ জীবনে একটু আরাম, একটু মানসিক শান্তি, একটু ভালোবাসা, প্রিয় মানুষের কাছ থেকে একটু যত্ন চান। বাবা মায়ের আদরের সন্তান বড় হয়ে যখন নিজে জীবনযাপন করা শুরু করে, তখন সবার ভাগ্য তো আর সহায় হয় না। ভালোবাসার মানুষ যখন অচেনা শত্রুর মতো আচরণ করে, মানসিকভাবে তিলে তিলে মেরে ফেলে তখন সীমানার মতো এমন একটা ঘুম দিতে খুব ইচ্ছা করে।’
তিনি আরও লিখেছেন, ‘কিন্তু জীবন এতটাই নির্মম, এই ঘুম দেওয়ার অধিকারও নেই। অধিকার তুমি হারিয়েছো, যেদিন তুমি মা হয়েছো। এখন তো আর ঘুমালে চলবে না। উঠে দৌড়াতে হবে রেসের ঘোড়ার মতো। না হলে, মরে গিয়েও মনে হবে দায়িত্ব তো শেষ করলাম না। যাওয়ার অধিকার কে দিলো? ওয়াক আপ অ্যান্ড ফাইট মাই ডার্লিং।’
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার অভিনীত প্রথম সিনেমা। গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ