ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

গুরুতর আহত হয়েও শুটিং চালিয়ে যান অপূর্ব

প্রকাশনার সময়: ৩১ মে ২০২৪, ১১:০৬

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এই মুহূর্তে ছোট পর্দায় বেশ জনপ্রিয় । তার সদ্য মুক্তির অপেক্ষায় রয়েছে স্পিন অব সিরিজ ‘গোলাম মামুন’। সিরিজটির পরিচালক শিহাব শাহীন। এই সিরিজের দৃশ্যধারণের সময় গুরুতরভাবে আহত হন তিনি। কিন্তু পুরো ইউনিটের ক্ষতি হবে ভেবেও শুটিং চালিয়ে যান তিনি ।

পরিচালক শিহাব শাহীন বলেন, শুটিংয়ের সময় হঠাৎ করেই গুরুতরভাবে আহত হন অপূর্ব। সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিস্ট এসে প্রাথমিকভাবে চিকিৎসা দিলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। পরে চিকিৎসক দ্রুত পেইন কিলার ইনজেকশন দেওয়ার পর তিনি কিছুটা স্বাভাবিক হন। এ সময় তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়। কিন্তু শুটিংয়ের ক্ষতি হবে ভেবে তিনি কাজ চলমান রাখেন।

তিনি আরও বলেন, এরপর টানা কয়েকদিন শুটিং ছিল। কিন্তু অপূর্ব বিরতি নেননি। তিনি এমনই। কাজের প্রতি বরাবরই ডেডিকেটেড। পাশাপাশি নিজের আগে অন্য সবার কথা চিন্তা করেন। এটাই তার গুণ।

বিষয়টি নিয়ে অপূর্ব বলেন, শুধু আমার কথা চিন্তা করলেই তো হবে না। একটা কাজের সঙ্গে অনেকগুলো মানুষ জড়িত থাকেন। তাদের কথাও ভাবতে হবে। তাছাড়া আমার অনেক আগে থেকেই ব্যাকপেইনের সমস্যা। তার মধ্যে ওইদিন আহত হওয়া, সবকিছু মিলিয়ে খুব পেইন হচ্ছিল। পরে পেইন কিলার নেওয়ার পর কিছুটা স্বাভাবিক হই।

উল্লেখ্য, গেল বছরে মুক্তি পাওয়া ওটিটি প্লাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের গোলাম মামুন চরিত্রটি নিয়ে নির্মিত হচ্ছে এই স্পিন-অব সিরিজ, যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন অপূর্ব। এছাড়া আরও রয়েছেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, নাজমুস সাকিব, সাবরিন আজাদ প্রমুখ। আগামী ১৩ জুন সিরিজটি মুক্তি পাবে হইচইতে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ