বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। মা হতে চলছেন এ অভিনেত্রী। ফেব্রুয়ারিতে রণবীর ও দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের প্রত্যাশা করছেন দীপবীর। কিন্তু সম্প্রতি অভিনেত্রীর অন্তঃসত্ত্বা নিয়ে সামলোচনা শুরু হয়েছে। ভোটদানের দিন তার স্ফীতোদর নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটাগরিকের একাংশ। কারও কারও দাবি দীপিকা অন্তঃসত্ত্বা নন।
তবে তারপরেই অভিনেত্রীকে নিজের ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে হলুদ রঙের গাউন পরতে দেখা গেছে। সেখানে স্পষ্ট হয় অন্তঃসত্ত্বা দীপিকার স্ফীতোদর। কিন্তু, এখন চর্চায় দীপিকার এই হলুদ গাউন। দীপিকা নিজেই সেই হলুদ গাউনের ছবি সমাজিক মাধ্যমে পোস্ট করেন। সঙ্গে জানান, এই পোশাক তিনি বিক্রি করছেন। তিনি এই পোস্টে লেখেন, ‘একদম নতুন! কে পোশাকটি পেতে চলেছেন?’
সেই পোস্টেই দীপিকা জানান, এই পোশাক বিক্রি করে যে টাকা উঠবে, তা চলে যাবে এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে। দীপিকার পরা পোশাক বিক্রি হতে যে বেশি সময় লাগবে না, তা বলাই বাহুল্য। তাই কয়েক মিনিটের মধ্যেই দীপিকা জানান, পোশাকটি ইতোমধ্যেই বিক্রি হয়েছে। পোশাকশিল্পীদের ডিজাইন করা এই পোশাক বিক্রি হয়েছে ৩৪ হাজার টাকায়।
নিজের স্কিনকেয়ার ব্র্যান্ডের প্রচারে জনসমক্ষে আসেন দীপিকা। সে সময়ই হলুদ রঙের একটি গাউনে দেখা যায় অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে সেই পোশাকের ছবিগুলো পোস্ট করেন তিনি।
মজার বিষয় হচ্ছে, দীপিকার সেই গাউনটি বিক্রি হয়েছে। সেটাও ৩৪ হাজার রুপিতে। মাত্র ২০ মিনিটের মধ্যেই অভিনেত্রীর পোশাক কিনে নেন একজন।
সম্প্রতি লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে নিজের বেবিবাম্প প্রকাশ্যে আনেন এই নায়িকা। তার আগে অনেকেই মনে করেছিলেন, দীপিকা বুঝি সন্তানের মা হওয়ার জন্য গর্ভ ভাড়া নিয়েছেন।
তবে হলুদ গাউনে নায়িকাকে দেখার পর অনেকেই সেই ধারণা মিথ্যা মনে করেন। যে পোশাকে আরও একবার নায়িকার গর্ভাবস্থা ফের প্রকাশ পায়। সেই হলুদ গাউনটি এবার বিক্রি হল একটি স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলের জন্য।
এদিকে, গর্ভাবস্থায় ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং করেছেন দীপিকা। এর আগে শাহরুখের জওয়ান সিনেমায় দেখা গেছে তাকে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই আসতে চলেছে নায়িকার সংসারে প্রথম সন্তান।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ