২০১৮ সালে ‘আহত ফুলের গল্প’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আইশা খানের। এরপর উপস্থাপনা, বিজ্ঞাপন, নাটক ও ওয়েব কনটেন্টে তাকে দেখা গেলেও সিনেমায় ছিলেন অনুপস্থিত। অবশেষে ছয় বছরের বিরতির পর দুই সিনেমা নিয়ে কাজে ফিরছেন আইশা খান।
প্রসূন রহমানের ‘শেকড়’ ও সোহেল আরমানের ‘সংবাদ’। ‘শেকড়’ সিনেমার শুটিং এরই মধ্যে ঢাকার বাইরে শুরু হয়েছে। আর ‘সংবাদ’ আগামী পহেলা জুন থেকে নতুন সিনেমার শুটিং শুরু করছেন।
সিনেমাটি নিয়ে আইশা বলেন, ‘সংবাদ’ শিরোনামে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এটি অবশ্যই আনন্দের।
এতদিন ছোট পর্দা নিয়ে ব্যস্ত সময় পার হচ্ছিল। এবার বড় পর্দায় ব্যস্ততা বাড়ছে। বলতে গেলে এমন ব্যস্ততাই আমি চাচ্ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। ছোট পর্দার মতো বড় পর্দাতেও আমি যেন দর্শকের মন জয় করে নির্মাতাদের আস্থার প্রতিদান দিতে পারি।’
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ