ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

গৎবাঁধা কাজ ভালো লাগে না: নীলাঞ্জনা

প্রকাশনার সময়: ২০ মে ২০২৪, ০৭:৩৯

বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’-এর মাধ্যমে প্রথমবার সিনেমায় আসেন লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। দীর্ঘ বিরতির পর আবারও একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ সিনেমায় অভিনয় করেছেন। এতে নীলা ভিন্নধর্মী চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছেন। একসময় যিনি ছিলেন নাটক, টেলিছবি, বিজ্ঞাপনের নিয়মিত মুখ। এখন অবশ্য ছোট পর্দায় তাকে কমই দেখা যায়। ওয়েব দুনিয়ায় ‘টান’ ওয়েব ফিল্ম দিয়ে আলোড়ন তুলেছেন।

নীলাঞ্জনা বলেন, ‘যখন দেখলাম ধারাবাহিক নাটকগুলোর গল্পে ধারাবাহিকতা থাকছে না, নির্দিষ্ট বাজেটে একক নাটক, টেলিছবি নির্মাণ করতে গিয়ে মান ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য, তখন থেকেই এ মাধ্যমে অভিনয়ে নতুন করে ভাবতে শুরু করেছি। এ কারণে ছোট পর্দায় অভিনয় কমিয়ে দিয়েছি। পাশাপাশি ওটিটির কাজেও মনোযোগ দিয়েছি। ওটিটিতে শুধু যে বড় বাজেটে কাজ হচ্ছে তা নয়, এখানে নতুন গল্প, নির্মাণে নান্দনিকতা তুলে ধরার বিষয়েও প্রতিযোগিতা চলছে। সেজন্যই এখন ওটিটির কাজে একটু আগ্রহ বেশি দেখাচ্ছি। গৎবাঁধা কাজ সত্যি আর ভালো লাগে না। যখন শিল্পীসত্তাকে খুশি করার প্রশ্ন আসে, তখন স্রোতে ভেসে যাওয়ার ইচ্ছা দমন না করলেই নয়। সেই ভাবনা থেকেই এখন আর গড়পড়তা কাজ করছি না। তারপরও সংখ্যায় কম হলেও যে কাজগুলো করছি, তা কিছুটা হলেও আত্মতৃপ্তি দিচ্ছে।’

২০১৪ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পর ১০ বছরে মাত্র দুটি ছবিতে অভিনয় করলেন, দুটিরই পরিচালক বদরুল আনাম সৌদ। এর বাইরে অন্য কোনো পরিচালকের ছবিতে দেখা যায়নি— এটা কি শুধুই স্বাচ্ছন্দ্যের কারণে? নীলাঞ্জনা জানান, আমার আরও দুটি সিনেমার শুটিং করা হয়েছে। একটার রিলিজ বাকি, আরেকটা পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তবে ‘শ্যামা কাব্য’ শুটিং দিয়ে আমার তিন নম্বর সিনেমা। আমাকে যদি অন্য কোনো পরিচালক একদম শেষ মুহূর্তে এভাবে শুটিংয়ে ডাকতেন, তাহলে কাজ করার সাহস পেতাম না।

তাদের সঙ্গে আমার একটা বোঝাপড়ার জায়গা আছে, আমি শেষ মুহূর্তে যুক্ত হলেও আমার কাছ থেকে অভিনয় আদায় করে নেবেন। যদি আমার গ্রুমিং হয়নি, কিচ্ছু হয়নিও, তারপরও তার সঙ্গে ‘গহীন বালুচর’ করেছি, নাটক করেছি, সিরিয়াল করেছি— এতে বোঝা হয়ে গেছে যে কোন অভিনয়শিল্পী থেকে তিনি তার অভিনয় আদায় করে নিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত আমি ঠিকঠাক করতে পারছি, ততক্ষণ তিনি তার কাজ করবেন। এই বিশ্বাস ছিল, পাশাপাশি স্বাচ্ছন্দ্যের ব্যাপার তো আছেই।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ