ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

মা হারালেন মোনালি ঠাকুর

প্রকাশনার সময়: ১৮ মে ২০২৪, ১০:২৪ | আপডেট: ১৮ মে ২০২৪, ১০:২৯

মা হারালেন ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। মাতৃবিয়োগে এইমুহূর্তে ভেঙে পড়েছেন গায়িকা।

শুক্রবার ( ১৭ মে) দুপুর ২টা ১০ মিনিটে মোনালির মায়ের প্রয়াণ ঘটে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তারই বড় বোন মেহুলি গোস্বামী ঠাকুর। সামাজিক মাধ্যমে মায়ের একটি ছবি পোস্ট করে চলে যাওয়ার বেদনা জানান মেহুলি।

পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান......। দুপুর ২টা বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।’ জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মোনালি ঠাকুরের মা। এদিকে এমন কঠিন পরিস্থিতিতেই বৃহস্পতিবার (১৬ মে) কলকাতা থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে এক গানের অনুষ্ঠানে অংশ নেন মোনালি। কারণ নিজের মন ভেঙে গেলেও ভক্তদের মন ভেঙে দিতে চাননি তিনি।

গানের মাঝেই মাকে নিবেদন করেন ভালোবাসার শেষ শ্রদ্ধা। কাঁপা কণ্ঠে মাকে স্মরণ করে গান কবিগুরু রবীন্দ্রনাথের কালজয়ী গান ‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’। বৃহস্পতিবার শো শেষ করেই শুক্রবার সকালের ফ্লাইটে কলকাতা ফিরেন। লাইফসাপোর্টে থাকা শেষ মুহুর্তগুলো মায়ের পাশেই ছিলেন মোনালি। এরপরই দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে না ফেরার দেশে পাড়ি জমান মোনালির মা।

সূত্র: আনন্দবাজার নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ