ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক!

প্রকাশনার সময়: ১৭ মে ২০২৪, ১০:৪৮

বুরাক অ্যাজিভিট। এ নামে হয়তো অনেকেই তাকে চিনবেন না। যদি বলা হয় দেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক, তাহলে অনেকেই হয়তো নড়েচড়ে বসবেন। দেশের ছোট পর্দায় তুরস্কের সিরিজ কুরুলুস উসমান জনপ্রিয়তায় এদেশে আকাশচুম্বী, আর এই সিরিজের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট। বাংলাদেশে আসার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন,তা এখনো জানানো হয়নি।

প্রসঙ্গত, উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক অ্যাজিভিট। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ