বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী মিশা-ডিপজল প্যানেলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নিপুণ সমর্থিত ১০০ জন শিল্পী। এ নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে চিত্রনায়িকা নিপুণের রিট করার পরদিন এমন সিদ্ধান্ত নিয়েছে তার সমর্থিত শিল্পীরা।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে নতুন এই কমিটিকে বরণ করে নেন তারা।
এসময় শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নিপুণ সমর্থিত উপস্থিত ১০০ শিল্পী মিশা-ডিপজলকে মালা পরিয়ে নিপুণের রিটকে তীব্র নিন্দা জানান।
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। ভোটের পরদিন ২০ এপ্রিল ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ফুলের মালা পরিয়ে অভিনন্দনও জানান পরাজয়ী চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ।
তবে নির্বাচনের ২৬ দিন পর এসে বুধবার (১৫ মে) সেই নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিপুণ। রিটে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
নয়াশতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ