কাজ করেন ভারতে। কিন্তু তার খ্যাতি, জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তিনি এ আর রাহমান। সংগীত দুনিয়ায় ভারতীয় বিস্ময়। জিতেছেন দুটি অস্কারসহ বহু দেশি-বিদেশি পুরস্কার ও সম্মাননা। তার সৃষ্ট গানে-সুরে বুঁদ হয়ে থাকে কোটি কোটি শ্রোতা। তার সঙ্গে কাজের সুযোগ শিল্পীদের কাছে স্বপ্নের মতো। এই এত এত খ্যাতি, সাফল্যের পেছনে আছে দীর্ঘ সংগ্রামের গল্প। সেসব পেরিয়ে অবিরাম সাধনা দিয়েই নিজেকে গড়ে তুলেছেন রাহমান। কিন্তু জীবনের কোন মুহূর্তটি তাকে আমূল বদলে দিয়েছে? সেটা খোলাসা করে জানালেন এই কিংবদন্তি।
এ আর রাহমান বলেন, ‘আমি যখন স্টুডিও তৈরি করেছিলাম, তখন একটা অ্যাম্পলিফায়ার কিংবা ইকুয়ালাইজার কেনার মতো টাকাও ছিল না আমার কাছে। স্টুডিওতে তখন কেবল একটা এসি, একটা শেলফ আর একটা কার্পেট ছিল। আমি শুধু ওখানে গিয়ে বসে থাকতাম। কারণ কোনো যন্ত্র ছিল না কাজ করার মতো। একদিন আমার মা তার গহনা বন্ধক রেখে আমাকে টাকা দেন, সেই টাকা দিয়েই প্রথম রেকর্ডার কিনেছিলাম আমি। ঠিক ওই সময়ে নিজেকে অনেক শক্তিশালী মনে হয়েছিল। আমি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম ওই এক মুহূর্তই আমার জীবন বদলে দিয়েছে।’
সম্প্রতি নেটফ্লিক্সের এক আড্ডায় যুক্ত হয়ে এসব কথা জানান ‘জয় হো’ খ্যাত শিল্পী। এ সময় তার সঙ্গে আরও ছিলেন নির্মাতা ইমতিয়াজ আলি, সংগীতশিল্পী মুহিত চৌহান ও গীতিকবি ইরশাদ কামিল। এ আড্ডায় আরও একটি অজানা তথ্য প্রকাশ করেন রাহমান। তা হলো, তিনি কখনো কলেজে পড়াশোনা করেননি। রাহমান জানান, তার যখন ১২ বছর বয়স, তখনই তিনি নিজের চেয়ে অনেক বড় মানুষদের সঙ্গে কথা বলতেন, মিশতেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ