বিশ্ব মা দিবসে সুসংবাদ দিলেন ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। মা হতে চলেছেন তিনি।
রোববার (১২ মে) মা দিবসের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর দিয়েছেন ফারিয়া নিজেই।
অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি।’ এমন খবর পেয়ে ফারিয়াকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিনোদন অঙ্গনে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স চ্যানেল আই তারকা ফারিয়া শাহরিনের। পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গত বছর। এবার হচ্ছেন মা।
ফারিয়া বলেন, ‘মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।’
অভিনেত্রী জানান, ঠিক করেছিলেন মা হতে যাওয়ার খবরটি নিজেদের মধ্যে রাখবেন। তিনি মনে করেন, তার অনেক কিছুতে মানুষের বদ নজর লাগে। এতে তিনি অসুস্থ হয়ে যান।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হন ফারিয়া। এরপর লম্বা সময় ধরে ছোটপর্দায় নিজের অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ