চলতি বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। মাকে হারানোর বেদনা এখনও সামলাতে পারেননি অভিনেত্রী। আজ মা দিবস। জীবনের প্রথম মাকে ছাড়া দিবসটি পালন করতে হচ্ছে। তাই মায়ের মুখটাই বেশি মনে পড়ছে পূজার।
সামাজিক মাধ্যমে পূজা লিখেছেন, ‘মামুনি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো। সকালে ঘুম থেকে উঠেই অঝরে চোখ থেকে জল পড়তে দিলে! সারাজীবনই তো এই জল পড়বে মা। কি করে থামাবো? উফ, খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি। আর মনে রেখো, তোমার হাতে লাঠিটা অনেক মিস করি। অনেক অনেক অনেক। ভালো থাকুক পৃথিবীর সকল মা।’
অন্য একটি পোস্টে পূজা লিখেছেন, ‘আমি তো এতো ভেঙ্গে পরার মতো মেয়ে না। তবে আজকে কেনো এতো ভেঙ্গে পরছি!
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ