দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা; গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প... মুনতাসির রাকিব এর এই কথাগুলো দিয়ে ‘আমার দেহখান’ শিরোনামের গানটি গেয়েছিলেন ‘অড সিগনেচার’ ব্যান্ডের ভোকালিস্ট আহাসান তানভীর পিয়াল। কিন্তু, গানটি থেকে তার গল্প খুঁজে পাওয়ার আগেই গল্পান্বেষীদের মনে বিষাদের দাগ লেগে গেলো। কারণ, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন পিয়াল। ভক্তরা হারালেন সেই অজানা গল্পের মূল চরিত্র অর্থাৎ সেই ‘গল্পকারকে’।
শনিবার (১১ মে) ভোর পৌনে ৬টার দিকে সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হন। ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন।
খবরটি অড সিগনেচার ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলেও জানানো হয়।
এদিকে দুর্ঘটনা ও পিয়ালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের মিউজিক আঙিনায়। ভক্ত-শ্রোতা থেকে শুরু করে শিল্পীরাও শোকে স্তব্ধ। শোক প্রকাশ করেছে ব্যান্ড কুঁড়েঘর। লিখেছে, ‘এটা মানা যায়না, আমরা শোকাহত’। ‘শিরোনামহীন’র ভোকাল শেখ ইশতিয়াক বলেছেন, ‘কোনোভাবেই মানতে পারছি না!’।
গানের ভাষায় পিয়ালও হয়তো ভেবেছিলেন, ‘তার দেহ পাশে রেখে কেউ কাঁদবে না’। সংবাদটি প্রকাশ হওয়ার পর পরই সামাজিক মাধ্যমে পিয়ালের ভক্তরা শোকাহত হয়ে পড়েন। কেউ বলছেন, ‘একজন গল্পকারকে হারালাম’। আবার কেউ কেউ বলছেন, ‘ভুলবো না আমরা যা ফেলে গেছো’, কেউ বলছেন, ‘এটা কি দুঃস্বপ্ন?’
২০১৭ সালে আত্মপ্রকাশ করেছিল ‘অড সিগনেচার’। অল্প সময়ের মধ্যেই তরুণ প্রজন্মের কাছে ব্যান্ডটি গ্রহণযোগ্যতা পায়। তাদের ‘আমার দেহখান’ গানটি অন্তর্জালে বিপুল জনপ্রিয়। এছাড়া ‘ঘুম’ ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও সাড়া পেয়েছে।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ