ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

শুধু তোয়ালে পরনে ছবি দেখিয়ে বিপাকে সামান্থা, বাধ্য হয়ে ডিলিট

প্রকাশনার সময়: ০৭ মে ২০২৪, ১৭:২৬

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে তার বিচ্ছেদের পর বর্তমানে তার সিঙ্গেল জীবন বেশ উপভোগ করছেনএই অভিনেত্রী। সম্প্রতি ভক্তদের এক দুঃসংবাদ দেন সামান্থা। জানা গেছে, মায়োসাইটিস রোগে (পেশির এক ধরনের প্রদাহ) ভুগছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু; আর সে কারণেই গত দু’বছর ধরে কাজের সংখ্যা কমিয়েছেন অভিনেত্রী। নিজেকে সুস্থ করে তুলতে নিচ্ছেন বিভিন্ন কবিরাজি চিকিৎসা।

এরই মধ্যে সম্প্রতি ‘সওনা বাথ’ নিয়েছেন সামান্থা। এই গোসলের বিশেষ ব্যাপার হলো, এটি শরীরকে চনমনে করে তোলে। পাশাপাশি শরীর থেকে ‘টক্সিন’ বের করতে সাহায্য করে। গোসলের আগে নিজের ব্যক্তিগত মুহূর্তে তোলা সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। আর ছবিটি নিয়েই হুলুস্থুল অবস্থা ছড়িয়ে পরে নেটিজেনদের সামান্থার অনুরাগীদের মাঝে।

এত এত সমালোচনা সৃষ্টি হয়েছে যে, শেষমেষ ছবিটি মুছে দিতে বাধ্য হলেন তিনি।

সামান্থা ইনস্টাগামে যেই ছবি প্রকাশ করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে পরনে তোয়ালে জড়িয়ে চেয়ারে বসে আছেন তিনি। চোখেমুখে প্রশান্তি, টেনে খোঁপা বাঁধা। রূপটানের লেশমাত্র নেই।

ছবিটি প্রকাশ্যে আসতেই বিকৃত করে সামান্থার একটি নগ্ন ছবি ভাইরাল করা হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। যা চোখে পড়েছে অভিনেত্রী নিজেরও। বাধ্য হয়েই শেষমেষ নিজের পোস্টটি মুছে ফেলেন সামান্থা।

প্রায় ৩০টিরও বেশি ‘এক্স অ্যাকাউন্ট’ থেকে ছবিটি আদান প্রদান করা হয়েছে। বিকৃত সেই ছবি দেখে অভিনেত্রীর অনুরাগীরাও নানা মন্তব্য করেছেন। যারা এসব কাণ্ড ঘটিয়েছেন তাদের কড়া শাস্তি দাবি করেছেন। যদিও সামান্থা পুরো ঘটনাতেই নীরব থেকেছেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ