দৈনন্দিন জীবনে ঢাকার জ্যাম এমনিতেই অসহ্য, তার সঙ্গে যুক্ত হয়েছে চড়া তাপমাত্রা। এমন সময় জানা গেল, এই জ্যামের কারণ নাকি কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া।
সম্প্রতি এই কণ্ঠশিল্পী নিজের ইউটিউব চ্যানেলে হাজির হয়েছেন ‘ঢাকাতে জ্যাম’ শিরোনামের একটি নতুন গান নিয়ে। গানটির ভিডিওতে দেখা যায়, রাজপথে দাঁড়িয়ে কর্ণিয়া গাইছেন, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে।
গানটি নিয়ে এই কণ্ঠশিল্পী গণমাধ্যমকে বলেন, ‘ঢাকাতে জ্যাম’ গানের অডিও তৈরি হয়েছে বেশ আগে। এরমধ্যে আমি এটি বিভিন্ন স্টেজ ও লাইভ শোতেও গেয়েছি। ভালো সাড়া পাচ্ছিলাম। সবাই বলতেন, গানটা বেশ মজার। ভিডিও কবে আসবে। অবশেষে সেই ক্ষণ এলো। ভিডিও প্রকাশ হলো।
কর্ণিয়া আরও বলেন, গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। ইউটিউবের কমেন্টস বক্সে দেখছি মানুষ তাদের ভালো লাগার কথা লিখছে।
‘ঢাকাতে জ্যাম’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীতায়োজনে ছিলেন অম্লান এ চক্রবর্তী। ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শঙ্কর। এতে শিল্পী কর্ণিয়ার সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে নাফিসা নুসরাত প্রোনোমি, শিশির সরদার ও আপন অর্ঘ্যকে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ