বাংলাদেশি সংগীতশিল্পী আসিফ আকবর বলিউড যাত্রা শুরু করেছেন। আর এ সুখবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন ভক্তদের।
বৃহস্পতিবার (২ মে) রাতে দেওয়া ওই পোস্টে আসিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালবাসা অবিরাম। ’
প্রিয় শিল্পীর এমন সুসংবাদ জানতে পেরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন।
শাকিলা হক নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ নতুন ইতিহাস।
আবার আহমেদ শিপন নামে আরেকজন মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের জন্য বিশাল বড় সম্মানের এবং গর্বের বিষয়।
কয়েকদিন আগে মুম্বাই গেছেন আসিফ আকবর। সেখানে অস্কারজয়ী ভারতীয় সুরকার এআর রহমানের স্টুডিওতে তার গান রেকর্ড হয়। আর সে কথা তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ