এবারের ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক হয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। গানটি বেশ সাড়াও ফেলে। ‘রঙে রঙে রঙিন হবো’ শিরোনামের প্রথম গানেই শীর্ষে স্থান পেয়েছেন। গানটি প্রকাশের পর থেকে ইউটিউব বাংলাদেশের ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে! শুধু তা-ই নয়, বৈশ্বিক ট্রেন্ডিং তালিকায়ও জায়গা করে নিয়েছে এটি।
সচরাচর যা ঘটে না বাংলাদেশের কনটেন্টের ক্ষেত্রে। ‘রঙে রঙে রঙিন হবো’ শিরোনামের এই গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। কবির বকুলের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গত ১৬ এপ্রিল ফাগুন অডিও ভিশন ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় গানটি।
ইতোমধ্যে এর ভিউ ছাড়িয়েছে ৮৮ লাখ। রোজার ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হওয়া গানগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ। শুধু ভিউর দিক দিয়েই নয়, শ্রোতা-দর্শকের আলোচনায়ও এগিয়ে রয়েছে গানটি।
ফারিণ জানান, তার গাওয়া গানটি ইউটিউবের গ্লোবাল মিউজিক ভিডিও ক্যাটাগরিতে ট্রেন্ডিংয়ের ৮১ নম্বরে অবস্থান করছে।
তিনি বলেন, ‘বৈশ্বিকভাবে ৮১ নম্বর ট্রেন্ডিংয়ে আছে, এটা বাংলাদেশি গানের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। তাছাড়া দেশের ট্রেন্ডিংয়েও শীর্ষে রয়েছে। ধন্যবাদ সবাইকে।’
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ