ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পানিতে ফোন ছুঁড়ে ফেলায় সাকিবের বিচার চান জায়েদ

প্রকাশনার সময়: ০১ মে ২০২৪, ১১:৫৮

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় তার নানান কর্মকাণ্ডের জন্য সমালোচিত হতে হয়। অন্যদিকে বিভিন্ন ঘটনায় অলরাউন্ডার সাকিব আল হাসানকে হঠাৎ নিজের মেজাজ হারাতে দেখা গেছে। এবার তাকে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়তে।

সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ দেখা যায়, সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিংপুলে ছুড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ধারণা করা হচ্ছে, পানিতে ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানের।

অনুমান করা হচ্ছে, সাকিব আল হাসানের সঙ্গে জায়েদ খানের কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে। সে কারণেই হয়তো জায়েদ খানের ওপর চটেছেন সাকিব। শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুড়ে মারেন।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জায়েদ খান। পানিতে ফোন ছুঁড়ে ফেলার এ ঘটনাটি এই অভিনেতার নিশ্চই আঁতে ঘা লেগেছে। ফলে চটে গিয়ে ক্ষোভ ঝারলেন সাকিবের উপর। অনুসারীদের কাছে চাইলেন এ ঘটনার, সাকিব আল হাসানের বিচার।

বুধবার (১ মে) সকালে জায়েদ তার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? শীঘ্রই সব জানাবো তারপর আপনারাই বিচার কইরেন।’

তবে ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায়, সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিংপুল হতে পারে।

যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন। নেটিজেনরা ভাবছেন, হতে পারে এটি কোনো বিজ্ঞাপন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ