ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে কাজলরেখা

প্রকাশনার সময়: ০১ মে ২০২৪, ১০:১৪

গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজলরেখা’ টানা তিন সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত এ সিনেমার প্রশংসা করছেন দর্শক ও সিনেমাপ্রেমীরা। এবার দেশের সীমানা ছড়িয়ে ‘কাজলরেখা’ মুক্তির কথা জানালেন পরিচালক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সোমবার থেকে টাইম স্কয়ারে কাজলরেখার ট্রেলার দেখানো হচ্ছে। ওখানকার দর্শকরা এটি ভালোভাবে নিচ্ছেন। মূলত আমেরিকায় মুক্তির আগে এমন প্রচারণা চালানো হচ্ছে। মে মাসে কানাডা ও আমেরিকায় কাজলরেখা মুক্তি পাচ্ছে। কাজেই ওখানকার দর্শকদের জন্য একটা আনন্দের সংবাদ। আমার জন্যও খুশির খবর। কাজলরেখা আমাদের দেশে খুব প্রশংসিত হচ্ছে। দিনকে দিন দর্শক চাহিদা বাড়ছে। দেশের বাইরেও সবার ভালোবাসা পাবে— এটাই প্রত্যাশা করছি। এটি অন্তর্ভুক্ত হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের কোর্সে। এখন থেকে কোর্স হিসেবে সিনেমাটি পড়ানো হবে। ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী এবং কংকন দাসীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরও আছেন ইরেশ যাকের, শরিফুল রাজ, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম প্রমুখ।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ