ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই: ইমন

প্রকাশনার সময়: ২৯ এপ্রিল ২০২৪, ১২:১৭

ঈদের সময় প্রতিদিনই তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করছে বেসরকারি টেলিভিশনগুলো। আর মজাচ্ছলে করা এসব আড্ডায় উঠে আসছে শোবিজ অঙ্গনের নিত্যনতুন সব তথ্য। তেমনই এক অনুষ্ঠানে হাজির হয়েছেন হালের তরুণ নায়ক ইমন এবং ‘পরান’ অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।

ওই অনুষ্ঠানে অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ইমন। তার মতে, ঢালিউডের সব খবর থাকে এই নায়িকার কাছে।

তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে অপু বিশ্বাসের কাছে সব খবর থাকে। এমনকি সে খুব সঠিক তথ্য দিয়ে দেয়। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এজন্য অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই।

নায়ক ইমন আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। কিন্তু গসিপিংটা ও খুব মজা করে আনন্দ নিয়ে করে, ভালো লাগে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ