বাংলার 'কিং খান' খ্যাত শাকিব খানের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। তবে কি তৃতীয়বারের মত বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শাকিব? এদিকে শাকিবের পিছু ছাড়ছে না ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি। তাদের দাবি, তারা এখনও শাকিবের স্ত্রী!
তবে এ বিষয়ে কোনো মুখ খোলেননি শাকিব। তবে অপু-বুবলিকে নিয়ে রীতিমত বিরক্ত শাকিবের পরিবার।
সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর, নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন, যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলী।
শাকিবের পরিবারের ওই সদস্য আরও বলেন, দুজনই এখন শাকিবের অতীত। অথচ তারা এখনও শাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমরা তাই বেশ বিরক্ত।
এদিকে খবরে বলা হয়েছে, শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। খুব শিগগিরই বিয়ে করবেন শাকিব। এর জন্য শাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে।
তাই এই মুহূর্তে শাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অপু ও বুবলীর। একই সঙ্গে কোনো কারণে সাক্ষাৎকারে যদি শাকিবকে নিয়ে তারা কেউ মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারের।
গুঞ্জন চলছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের।
এদিকে শোনা যাচ্ছে, দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়ায় এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন শাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে দেশের বাইরে পাশ্ববর্তী কোনো দ্বীপে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান।নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ