অনিরূদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমা ‘ডিয়ার মা’-তে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। সিনেমায় জয়ার স্বামীর চরিত্রে অভিনয় করবেন চন্দন রায় সান্যাল। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা শাশ্বত চট্টপাধ্যায়।
এই সিনেমার মাধ্যমে এক দশক পর বাংলা সিনেমার পরিচালনায় ফিরছেন অনিরূদ্ধ। হিন্দিতে ‘পিঙ্ক’, ‘লস্ট’, ‘কড়ক সিং’ বানানোর পর আবারও বাংলা সিনেমায় হাত দিয়েছেন গুণী এই নির্মাতা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক জোরালো হয়। মেয়েকে বড় করার মাধ্যমে মায়ের জীবনের উত্তরণ হয়। সে পরিপূর্ণ হয়। সিনেমায় বাবা-মা ও সন্তানের সম্পর্কের বিশেষ দিক উঠে আসবে পর্দায়। কিছু গল্প আছে, যেগুলো নিজের ভাষাতে বলতে ইচ্ছা করে, তেমনই এক সিনেমা ‘ডিয়ার মা’। হিন্দিতে সিনেমা করলেও বাংলা সব সময় আমার মনের কাছেই ছিল। ভবিষ্যতে হিন্দি-বাংলা দুই ভাষাতেও সিনেমা বানাব।
নতুন সিনেমা ‘ডিয়ার মা’ নিয়ে উচ্ছ্বসিত জয়া নিজেও। সিনেমার বিস্তারিত প্রকাশ করছেন নিজের সামাজিকমাধ্যমে।
লেখেন, ‘কড়ক সিং’র পর দ্বিতীয় দফায় সুযোগ দেওয়ার জন্য অনিরূদ্ধ রায় চৌধুরীকে কৃতজ্ঞতা জানাই। দ্রুতই শুরু হবে শুটিং।
মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে সিনেমার শুটিং। এর আগে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ওয়ার্কশপ করে নিচ্ছেন পরিচালক।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ