ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাম ও সীতা রূপে রণবীর-সাই পল্লবী! 

প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২৪, ১৬:৪৯ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪, ২১:২৬

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় এবার রাম রূপে দেখা যাবে বলিউড ‘চকোলেট বয়’ রণবীর কাপুরকে। তার বিপরীতে সীতার ভূমিকার দেখা যাবে অভিনেত্রী সাই পল্লবীকে।

ইতোমধ্যে মুম্বাই ফিল্ম সিটিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই সিনেমার অন্যতম আকর্ষণ হচ্ছে একইসাথে দেখা মিলবে বলিউড ও দক্ষিণী তারকাদের।

‘রামায়ণ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করেছেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ। অভিনয়ের পাশাপাশি তিনি সিনেমাটির সহ-প্রযোজনাও করেছেন।

এ বিষয়ে এই দক্ষিণী তারকা জানান, দীর্ঘ দিন ধরে তার এই ধরনের সিনেমা তৈরি করার ইচ্ছা ছিল। এই সিনেমার মাধ্যমে ভারতীয় সিনেমাকে তিনি আন্তর্জাতিক স্তরে তুলে ধরবেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ