ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

শাহরুখ খানের চেয়েও আমি বেশি জনপ্রিয়: ঝন্টু

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৫২ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ২০:০০

শাহরুখ খানের চেয়েও বাংলাদেশে বেশি জনপ্রিয় দেলোয়ার জাহান ঝন্টু। শুধু তাই নয়, ভারতে যতটা শাহরুখ জনপ্রিয়, তার চেয়েও অনেক বেশি বাংলাদেশে জনপ্রিয় এই নির্মাতা।

একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাতকারে নিজমুখেই এমনটা বললেন প্রখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি অপারেশন জ্যাকপট সিনেমা নির্মাণ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

ঝন্টু বলেন, ‘কে আমার নাম না জানে? আমি বলি না যে ওর থেকে আমি বেটার। আমার নাম ওর থেকে বেশি জানে আমার দেশে।’

এই চলচ্চিত্র নির্মাতা আরও বলেন, ‘চলচ্চিত্র আমাকে সুনাম দিয়েছে। ২০ কোটি লোকের মধ্যে ১৮ কোটি লোক আমার নাম জানে। আপনি রাস্তায় যান, যে কোনো রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন।’

‘রিকশাওয়ালাকে যদি বলেন, শাহরুখ খানরে চেনোস, তখন ওই রিকশাওয়ালা কয় ওর বাপের নাম কী, বাড়ি কই? তাকে যদি বলেন, দেলোয়ার জাহান ঝন্টুরে চেনোস? হ, ওই যে সিনেমা বানায়।’- বলেন ঝন্টু।

হিন্দি ছবির বিপক্ষে অবস্থান নিয়ে বললেন, ‘হিন্দি ছবি আছে শুধু অল্প কয়টা ছাড়া প্রচুর ছবি আছে সেগুলোর ব্যবসা হয় না। সেসব আসে না তাই আমরা জানি না। আর পশ্চিমবঙ্গে হিন্দি ছবি গেলে সেখানে লাভের একটা অংশ দিতে হয়।’

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ