এবার ঈদে আমার অভিনীত ৮টি সিনেমা টেলিভিশনে দেখানো হবে জানিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, আগামীতে ভারতের কলকাতায় রকষ্টার এবং বাংলাদেশে ফুটবল ৭১ আমার অভিনীত দুটি সিনেমা রিলিজ হবে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে বিজয়ী মির্জা আশাকে পুরষ্কারের টাকা বিতরণের সময় তিনি এ কথা বলেন।
টাঙ্গাইলে অথেনটিক রিটেইল কসমেটিক শপ ‘হারল্যান স্টোর’ থেকে কসমেটিকস কিনে এডভোকেট মির্জা আশা নামে এক নারী লাখ টাকা বিজয়ী হন।
এ সময় ফারিয়া আরও বলেন, দুটি সিনেমায় চুক্তিবদ্ধ করা আছি। সেগুলোতে ঈদের পরে শুটিং করা হবে। ছোট সময় আমি দেখতাম শাবনুর, মৌসুমী, সালমান শাহকে নিয়ে ঈদে টানা ৬-৭ দিন ছবি দেখাতো হতো। আমিও এই ক্যাটাগরিতে পড়েছি। এতে আমার অনেক ভালো লাগছে।
এ সময় চিত্র নায়ক ইমনসহ ‘হারল্যান স্টোর’ অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ