ছোট পর্দা থেকে বড় পর্দায় পা ফেলতেই দিনকেদিন জনপ্রিয় হয়ে ওঠেন ঢালিউডের বর্তমান সময়ের নায়ক সিয়াম আহমেদ। চলচ্চিত্র জগতে তার আগমন ২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। তার প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছিলেন দর্শকমহল থেকে।
এরপর দহন, ফাগুন হাওয়ায়, বিশ্বসুন্দরী, অপারেশন সুন্দরবন, শান, পুনর্মিলনেসহ অনেকগুলো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। আর এতেই দর্শকের মনে সিয়ামকে নিয়ে তৈরি হয় একটি উষ্ণ স্থান।
ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম ও সিনেমায় কাজ করে ভক্তদের হৃদয়ে পাকা আসন গড়ে নিয়েছেন এই অভিনেতা। এখন ঈদ আসলেও যেন সিয়ামের প্রতি দর্শকদের প্রত্যাশা বেড়ে যায়। তারা ভাবেন, বড় পর্দায় নিশ্চই কোনো চমক আনছেন সিয়াম।
শুক্রবার (২৯ মার্চ) ছিল জনপ্রিয় এই অভিনেতার জন্মদিন; জীবনের ৩৩ বসন্ত পেরিয়ে ৩৪–এ পা রাখলেন তিনি। আর এদিন সন্ধ্যায় নির্মাতা এম রাহিমের নতুন এই সিনেমার ফার্স্ট লুকে যেন ‘জংলি’ হয়েই হাজির হয়েছেন সিয়াম।
দৃশ্যত, পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারও দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতুহলের। আর কীসের এত আক্রোশ? কার প্রতি এই জিঘাংসা? জীবনের কোন বঞ্চনা তাকে এমন বিভীষিকায় পরিণত করেছে?
এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘প্রায় তিন বছর আগে দেশীয় নতুন ছবি হিসেবে ‘অন্তর্জাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এরপর আর নতুন ছবির কাজ হয়নি। ভক্তদের সেই প্রত্যাশা পূরণের জন্যই এত সময় নেওয়া আমার।’
‘অপেক্ষায় ছিলাম ভালো কিছুর আশায়, ভিন্ন কিছুর আশায়। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেই ধরনের একটি কাজ হাতে নিলাম। এমন আনন্দের সংবাদটি আমার জন্মদিনে সবার সঙ্গে ভাগাভাগি করলাম। ছবিটি কোরবানির ঈদেই আসবে’- বলেন সিয়াম।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ