ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশের জন্মদিন ছিল বৃহস্পতিবার (২৮ মার্চ)। নানা আয়োজনে ছেলেকে নিয়ে দিনটি পালন করলেন মা মাহি। বিশেষ দিনে ছেলেকে ৩৫ লাখ টাকা দামের গাড়ি উপহার দিলেন এই অভিনেত্রী।
এ ব্যাপারে মাহি বলেন, ‘এটি আমার সন্তানের জন্য বড় সারপ্রাইজ। যেটি ও বড় হলে বুঝতে পারবে। আমার জীবনে যত ইভেন্ট আছে, যত আয়োজন আছে, বিশেষ করে আমার জন্মদিন পালন, মা–বাবার জন্মদিন, বিবাহবার্ষিকী—সব ছাপিয়ে গেছে আমার ফারিশের কাছে। ফারিশ আমার প্রতি সেকেন্ডের অক্সিজেন। তাকে ঘিরে আমার প্রতিদিন বেঁচে থাকা, সুখ, দুঃখ, আনন্দ—সবকিছুই।’
ছেলেকে নিয়ে ঢাকাই ছবির এই নায়িকার কথা, ‘আমার যা কিছু আছে, সবই আমার ফারিশের জন্য। আমি যত দিন বাঁচব, তত দিনই তাঁর জন্মদিনটা স্পেশাল করতে চাই। বড় হয়ে সে যেন বুঝতে পারে তার জন্য তার মা কী না করেছে।’
এ অভিনেত্রী বলেন, ‘ও তো এখনো বুঝতে শেখেনি। কিন্তু বোঝা যায় গাড়ির প্রতি তার দুর্বলতার ব্যাপারটি। যখন আমরা গাড়ি করে কোথাও ঘুরতে যাই, তখন ও স্টিয়ারিং ধরে দাঁড়িয়ে যায়। ড্রাইভারকে বসতেই দিতে চায় না। স্টিয়ারিং খালি ঘোরাতে থাকে। বুঝতে পারি গাড়িতে ও খুব আনন্দ পায়। ফারিশকে দেওয়া গাড়িতে ফারিশসহ আমরা সবাই গতকাল ঘুরেছি।’
অন্যদিকে, একমাত্র ছেলের জন্মদিনে পাশে ছিলেন না সদ্য সাবেক হওয়া স্বামী রকিব সরকার। তবে সাবেক স্বামী পাশে না থাকলেও ছেলেকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন ইন্ডাস্ট্রির তারকা এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সবাই যেমন ছেলেকে শুভকামনা জানিয়েছেন, একই সঙ্গে মা হিসেবে অভিনেত্রীর যাত্রাকেও স্বাগত জানিয়েছেন অনেকে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে ছিল এটি। দাম্পত্য জীবনের দুই বছরে তাদের সংসারে পুত্রসন্তান আসে। কিন্তু সেই ছেলের এক বছর পূর্ণ না হতেই গত ১৬ ফেব্রুয়ারি রাতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ নায়িকা। এরপর আনিষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের।
এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এ অভিনেত্রী। সেই সংসার ৫ বছর টিকেছিল তাদের।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ