কয়েকদিন আগেই একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে পড়েন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ভিডিওটি প্রকাশের পরই তাকে ইঙ্গিত করে স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরীমণি। এর অবশ্য জবাবও দেন বুবলী। এরপর আবার পাল্টা খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন পরীমণি। সেই লড়াইয়ে আবার পদার্পণ করেন অপু বিশ্বাস। এবার বুবলী-পরীর এই খোঁচাখুঁচি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।
সম্প্রতি একটি বুটিক হাউজে কেনাকাটা করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বর্ষা। এ সময় অভিনেত্রী জানান, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা-বিদ্বেষ তৈরি হয়।
ফেসবুকে শেয়ার করা ভিডিও নিয়ে দুই নায়িকা পরী-বুবলীর মধ্যে যে চর্চা চলেছে এ বিষয়ে বলতে হলে কী বলবেন? ‘আমি আসলে এসবের মধ্যে একেবারেই থাকতে চাই না। কারণ আমারও বাচ্চা আছে। বাচ্চাদের প্রসঙ্গে এভাবে কথা বলাও উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনা থেকে যে বিষয়গুলো সামনে এসেছে, এগুলো যদি ভবিষ্যতে বাচ্চারা দেখে তাহলে ওরাই লজ্জা পাবে, ভাববে মা এবং মায়ের কলিগরা এসব কী করতো। তাই এসব বিষয়গুলো এড়িয়ে চলাই ভালো বলে আমি মনে করি।’
এবারের ঈদে তিনি পরিবার নিয়ে পাড়ি জমাবেন তুরস্ক। সেখানে ছুটি কাটাবেন এবং সিনেমার কাজও করবেন বলে জানিয়েছেন বর্ষা।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ