ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘তুফান’ নায়িকার বাজিমাত!

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২৪, ০০:০০ | আপডেট: ১৩ মার্চ ২০২৪, ১৩:০৭

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা রায়হান রাফী জানালেন ‘তুফান’ সিনেমার নায়িকাদের নাম। সিনেমায় শাকিব খানের নায়িকা হয়ে পর্দায় আসছেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

সেই খবরের রেশ থাকতে থাকতেই নাবিলার আরেকটি নতুন চলচ্চিত্রের খবর পাওয়া গেল। নীরবে সেই ছবির শুটিংও করে ফেলেছেন এই মডেল-অভিনয়শিল্পী। ‘বনলতা সেন’ নামের এ ছবির শুটিং শেষ হয়েছে। এখন চলছে শুটিং-পরবর্তী কাজ। ‘বনলতা সেন’ সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এটি উজ্জ্বলের দ্বিতীয় চলচ্চিত্র।

জানা গেছে, গত বছরের শুরুর দিকে এ ছবিটির শুটিং শুরু হয়। ছবির গল্পের প্রয়োজনে ঋতুবৈচিত্র্যের ব্যাপারটি তুলে ধরা প্রয়োজন ছিল। তাই আট মাসে ছবিটির শুটিংয়ের কাজ শেষ করেন পরিচালক। ‘বনলতা সেন’ ছবিটি ২০২১-২২ সালের সরকারি অনুদান পেয়েছে।

ছবির পরিচালক উজ্জ্বল গণমাধ্যমে বলেন, ‘শুটিংয়ে যেখানে যা প্রয়োজন, তা-ই করেছি। কোনো ধরনের আপস আমরা গল্পের সঙ্গে করিনি। তাই ছবিটির শুটিং শেষ করতে আট মাসের মতো সময় লেগেছে।’

‘বনলতা সেন’ ছবিতে নাবিলার চরিত্রটি কী এবং কেন তাকে চূড়ান্ত করা হয়েছে, সে বিষয়ে উজ্জ্বল বলেন, ‘নাবিলা যে চরিত্রে অভিনয় করেছেন, এই চরিত্রের জন্য কয়েকজন অভিনয়শিল্পীর অডিশন নিয়েছি। পরে ভাবলাম, চরিত্রটি যেভাবে আমি ভাবছি, অডিশন শেষে মনে হলো, তা নাবিলাকে দিয়ে করিয়ে নেয়া সম্ভব।

উপস্থাপনা দিয়ে তারকাখ্যাতি পাওয়া মাসুমা রহমান নাবিলার অভিনয়ে অভিষেক হয় অমিতাভ রেজা চৌধুরীর ব্যবসাসফল চলচ্চিত্র ‘আয়নাবাজি’ দিয়ে। প্রথম অভিনয় দিয়েই নিজের জায়গা করে নেন এই তারকা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ ছবিতে নাবিলা অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। ‘আয়নাবাজি’ মুক্তির চার বছর পর তাকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ