শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

হাসপাতালে সুপারস্টার অজিত কুমার

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ১৬:০৫

হাসপাতালে ভর্তি রয়েছেন তামিল সুপারস্টার অজিত কুমার। সামাজিক যোগযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তায় পড়েছেন অভিনেতার অনুরাগীরা।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার (৭ মার্চ) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ‘বেদালাম’ সিনেমার অভিনেতাকে।

বৃহস্পতিবার একসঙ্গে হাসপাতালে প্রবেশ করার সময় ক্যামেরাবন্দি হন অজিত এবং তার স্ত্রী শালিনী। তারপর থেকেই সামাজিক যোগযোগ মাধ্যমে অভিনেতার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়।

একটি সূত্র দাবি করে, মেরুদণ্ডে চোট পেয়েছেন অভিনেতা। তাই হাসাপাতালে যান তিনি। কিন্তু অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অজিত ভালো আছেন। তিনি অসুস্থ নন। রুটিন চেক আপের জন্যই তিনি হাসপাতালে যন।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিনেতাকে এক দিনের জন্য চিকিৎসকেরা হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। যাবতীয় শারীরিক পরীক্ষা করার জন্যই এই নির্দেশ।

সম্প্রতি ‘ভিদা মূয়ার্চি’ সিনেমার শুটিংয়ের জন্য আজারবাইজান পাড়ি জমান অজিত কুমার। তার মাঝেই তিনি হঠাৎ দেশে ফিরে আসেন।

এদিন হাসপাতালের বাইরে অভিনেতাকে দেখে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বাঁধে। একই সঙ্গে তার অসুস্থতার গুজব ছড়ায়।

দিন কয়েক আগে অভিনেতাকে তার ৯ বছরের ছেলের জন্মদিন পালন করতে দেখা যায়। তার পরেই এই গুঞ্জনে অনুরাগীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে।

এদিকে, অজিতের নতুন সিনেমাটিও অ্যাকশন ঘরানার। গত বছরের অক্টোবরে সিনেমার একটা বড় অংশ শুটিং করা হয় তুরস্কে। সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকে আবার এই সিনেমার শুটিং শুরু করবেন অজিত।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ