দীর্ঘদিন ধরেই জরায়ুর ক্যানসারের সঙ্গে একটি অসম লড়াই চালাচ্ছিলেন। অবশেষে হার মানলেন। চলে গেলেন অভিনেত্রী ডলি সোহি। শুক্রবার (৮ মার্চ) সকালে মৃত্যু হয় তার।
হিন্দুস্তান টাইমসকে খবরটি অভিনেত্রীর পরিবারের তরফে জানান হয়েছে। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৪৮ বছর।
ডলির মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবারের তরফে এদিন সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ‘আমাদের আদরের ডলি আজ অমৃতলোকে পাড়ি দিলো আমাদের ছেড়ে। ওর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ দুপুরেই ওর শেষকৃত্য সম্পন্ন হবে।’
মাত্র একদিন আগেই ডলির বোন অমনদীপ সোহির মৃত্যু হয়। জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। রাত পোহাতে না পোহাতেই চলে গেলেন বড় বোন ডলিও।
অমনদীপের মৃত্যুর পর তাদের ভাই জানান, ‘হ্যাঁ, এটা ঠিক যে অমনদীপ আর নেই। ডলিও গুরুতর অসুস্থ অবস্থায় এমারজেন্সিতে ভর্তি। আমরা এখনও ওর বিষয়ে চিকিৎসককে কিছুই জিজ্ঞেস করে উঠতে পারিনি।’
জানা গেছে ডলির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার ক্যানসার ধরা পড়ার যখন চিকিৎসা চলে, তখন কিছুটা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শেষ রক্ষা হলো না।
ডলি সোহি বলিউডের ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ। তিনি প্রায় দুই দশক ধরে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। তার একটি কন্যা আছে, নাম এমিলি।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ