বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্যমতে, দেশে সারা বছর ৬০ থেকে ৭০টি সিনেমা হল নিয়মিত খোলা থাকে। ঈদ উৎসবে এর সংখ্যা দাঁড়ায় ১৫০ থেকে ২০০-তে। কিন্তু রমজান মাসে চালু হলের সংখ্যা প্রায় অর্ধেক কমে যায়। এ সময় নতুন কোনো ছবি মুক্তি পায় না। ফলে পুরোনো ছবি দিয়েই হলগুলো কোনোমতে সচল রাখা হয়। এরই মধ্যে ঢাকার বড় হল মধুমিতায় সিনেমা প্রদর্শন বন্ধ রাখা হবে বলে জানা গেছে। এর বাইরে প্রথম রমজান থেকে দেশের অর্ধেকের বেশি হল বন্ধ হয়ে যাবে বলেও খবর এসেছে।
প্রদর্শক সমিতির উপদেষ্টা মিঞা আলাউদ্দিন জানান, রোজার প্রথম দিন থেকে ঢাকাসহ দেশের শতাধিক হল বন্ধ রাখার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ‘সিনেমা হলের ব্যবসার কথা তো সবারই জানা। সারা বছর সিনেমা হলে খুব একটা দর্শক আসে না। রোজার মাসে দর্শক তো একেবারেই আসে না। এ কারণেই হলগুলো বন্ধ রাখা হয়। কোনো কোনো হল আবার ঈদের ছবির প্রস্তুতির জন্য মেরামতের কাজেও হাত দিয়ে থাকে। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বলেন, ‘রোজার মাসে জেলা শহরগুলোতে ৪০ থেকে ৫০টি হল খোলা থাকতে পারে। রোজার মাসে তো দর্শক একেবারেই আসে না। তাই নতুন ছবি মুক্তিও পায় না। আমাদের সমিতিতে রোজার মাসে মুক্তির জন্য কোনো সিনেমা নিবন্ধন হয়নি। যতদূর জানি, এ মাসে পুরোনো ছবি নিয়ে হল সচল রাখা হবে।’
এদিকে বছরের শুরু থেকে এ পর্যন্ত অর্ধ ডজনের বেশি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’। দুটি ছবিই মুখ থুবড়ে পড়েছে। একেবারেই দর্শক টানতে পারেনি। মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’, দীঘি অভিনীত ‘শ্রাবণ জোছনায়’, সাইমন সাদিক অভিনীত ‘শেষবাজি’, কাজী হায়াৎ অভিনীত ‘টাল মাতাল’। ছবিগুলোর একটিও দর্শক টানতে পারেনি। হল মালিকদের অনেকেই বলেছেন, এসব ছবি চালিয়ে হলে তাদের বিদ্যুৎ খরচের টাকাও ওঠেনি।
এদিকে হল মালিকরা অপেক্ষায় রয়েছেন ঈদের সিনেমা মুক্তির জন্য। সারা বছর হলে দর্শক না এলেও ঈদের ছুটিতে ভরপুর দর্শক পান তারা।
এরই মধ্যে ঈদে মুক্তির দৌড়ে অর্ধ ডজন সিনেমা লাইনে দাঁড়িয়েছে। এর মধ্যে বরাবরের মতো সর্বাধিক আলোচিত ছবি হচ্ছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’।
হিমেল আশরাফ পরিচালিত এ ছবি মুক্তি দিতেই মুখিয়ে আছেন হল মালিকরা। এ ছাড়া শরিফুল রাজ অভিনীত ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘কাজলরেখা’ ঈদে মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়া মোশাররফ করিম অভিনীত ‘চক্কর’, জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ ছবিটি দুটিও ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ