টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। শনিবার (২ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি বাসায় চার হাত এক হয়েছে।
পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই ধর্মীয় রীতিতে এবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। শুভদৃষ্টি, মালাবদল, সাত পাক, সিঁদুরদান- একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। এ সময় বর-কনের সাজে বেশ লাগছিল দুজনকে। শ্রীময়ী পরেছিলেন নিজেরই ডিজাইন করা লাল রঙের বেনারসি। গায়ে সোনার গয়না। আর কাঞ্চন পরেন ডিজাইনার সাদা পাঞ্জাবি-লাল ধুতি।
বাসর রাতের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। যেখানে তাকে দেখা গেল বন্ধুরা ঘিরে রয়েছে। সকলেই হাস্যজ্বল মুডে। এরই মাঝে কাঞ্চনকে চলে যেতে দেখে শ্রীময়ী বলে ওঠে, ‘এই শোনো শোনো কেমন লাগছে আমাকে?’ যাতে বর প্রশংসা করতেই আনন্দে একেবারে গদগদ শ্রীময়ী। আবদার করে বসেন, ‘তাহলে একটা চুমু খাও’।
যদিও বয়সের ফারাকের কারণে অনলাইনে বেশ ট্রলের শিকার হচ্ছেন এই নবদম্পতি। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসা কাঞ্চনের বয়স বর্তমানে ৫৩। আর সেখানে শ্রীময়ী এখন মাত্র ২৬। অনেকেই কটাক্ষ করে লিখছেন, ‘বুড়ো বয়সে কচি বউ’! যদিও এসব মন্তব্যকারীদের জবাব দিয়েছেন তারা। বলেন, ‘না আমি নিজের বয়স লুকিয়েছি, না শ্রীময়ী ওর বয়স লুকিয়েছে। আমাদের কোনও সমস্যা নেই। তাই নেটিজেন বা সিটিজেন কে কী বললো, তাতে আমাদের কিছু যায় আসে না।’
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ