মার্চের সন্ধ্যায় প্রস্মিতা পালের সঙ্গে সাদামাটাভাবেই বিয়ে সেরেছেন গায়ক অনুপম রায়। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব-আত্মীয়-পরিজনদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এ যুগল।
যদিও বিয়ের কয়েক দিন কয়েক আগে অনুপমের স্ত্রী প্রস্মিতা বলেছিলেন, ট্রোলিংয়ের জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয়, আমরা দুজন সুখী হলে নেতিবাচক কোনো কিছু আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না।
অনুপম ও প্রস্মিতার আলাপ পরিচয় বহু বছরের। যদিও এতদিন ছিল কেবলই পেশাগত আলাপ। তারপর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। এবার স্বামী-স্ত্রী হলেন তারা। প্রস্মিতা-অনুপমের প্রেমের জল্পনাটা অনেক দিন ধরেই চলছিল। অবশেষে ফেব্রুয়ারির শেষে সেটা স্বীকার করে নেন অনুপম।
এদিকে সুরেলা কণ্ঠের জন্য জনপ্রিয় প্রস্মিতা। তবে অনুপমের মতো প্রস্মিতারও এটি প্রথম বিয়ে নয়। এর আগে প্রস্মিতার বিয়ে হয়েছিল একজন চিকিৎসকের সঙ্গে। তার নাম শৌনক। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়।
কলকাতার মেয়ে প্রস্মিতা লরেটো কলেজ থেকে পড়াশোনা করেছেন। খ্যাতি পান ‘বোঝে না সে বোঝে না’ ছবিটির সাজনা গানটি গেয়ে। তার হবু স্বামী অনুপমের পরিচালনাতেও গেয়েছেন গান। ‘হাইওয়ে’ ছবির তোমায় নিয়ে গল্প হোক গানটি তারই গাওয়া।
উল্লেখ্য, ২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তারপর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তারপর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলিং। যদিও সেই সময় গায়ককে সমবেদনা জানিয়েছিলেন নেটপাড়ার একটা বড় অংশ। তবে অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাকে নিয়েও শুরু হয় সমালোচনা।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ