শোবিজ অঙ্গনে যেন বিয়ের ধুম পড়েছে। টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তারা সাতপাকে বাঁধা পড়েছেন।
শনিবার (২ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি বাসায় চার হাত এক হয়েছে। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই ধর্মীয় রীতিতে এবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন।
শুভদৃষ্টি, মালাবদল, সাত পাক, সিঁদুরদান- একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। শুধু তাই নয়, বিয়ের মেনু থেকে শুরু করে তাদের সাজ-পোশাকেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া।
বিয়েতে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট আর ফুলের সাজে সেজেছিলেন শ্রীময়ী। বরের সাজও কম জমকালো নয়। ধুতি আর ভারী কাজ করা পাঞ্জাবিতে পাল্লা দিয়ে সাজেন কাঞ্চনও। বিয়ের বেনারসি শ্রীময়ী নিজেই নকশা করেছেন বলে জানা গেছে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। কিন্তু দুজনের ঘর বাঁধার রাস্তা একেবারেই ফুল বিছানো ছিল না। সহ অভিনেতা থেকে স্বামী-স্ত্রী; এই লম্বা সফরে বহু বাধা এসেছে। কিন্তু হাত ছাড়েননি একে-অপরের। বরং আরও বেশি কাছাকাছি এসেছেন দুজনে।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ