ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের খবরে জায়েদের ইনবক্সে মেয়েদের কান্নার রোল!

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৬ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩২

মাঝে মাঝেই নারী ভক্তদের নিয়ে বেশ জ্বালাতনের মধ্যে থাকেন আলোচিত নায়ক জায়েদ খান। গুঞ্জন রয়েছে, প্রায় সময়ই নাকি জায়েদের ইনবক্সে তার নারী ভক্তরা হুমড়ি খেয়ে পড়ে থাকেন। তারা জায়েদকে নিয়ে করেন নানা রকম মন্তব্য। পাশাপাশি অনেক নারী কেঁদে ভাসিয়ে দেন বলেও শোনা যায়।

হঠাৎ জায়েদের ইনবক্সে নারীরা পাল ধরে কেঁদে ভাসাতে যাবেনই বা কেন? কারণ, খবর বেরিয়েছে, বিয়ে করেছেন জায়েদ খান! গিয়েছেন হানিমুনেও! আর এতেই রীতিমতো গরম হয়ে যায় জায়েদের ইনবক্স- এমনটাই দাবি এই নায়কের।

তাহলে ঘটনাটা কী? বিষয়টি এমন নয়তো- নতুন বউকে নিয়ে কোথাও হানিমুনে যাচ্ছেন জায়েদ! বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য হয়ে বউকে নিয়ে পছন্দের জায়গায় ছুটলেন জায়েদ খান! নতুন বউকে নিয়ে উঠলেন আন্তর্জাতিক মানের একটি হোটেলে; এমনটাও দেখা গেছে বিজ্ঞাপনচিত্রে।

আর এই বিজ্ঞাপনচিত্রটি প্রকাশ হওয়ার পর পরই নিজের ঢোল নিজে পেটাতে দেরি করলেন না জায়েদ খান। জানিয়ে দিলেন, তার এই মধুর বিড়ম্বনার খবর। তার ভাষায়, বিজ্ঞাপনের এই খবর প্রকাশের পর থেকেই মেয়েরা কান্নাকাটি শুরু করেছে। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে।

বিষয়টি নিয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘আজকে এই বিজ্ঞাপনের খবর প্রকাশ হয়েছে। আর এরপর থেকেই আমার ইনবক্স ভর্তি হয়ে যাচ্ছে মেয়েদের মেসেজে। আরে বাবা, তোমরা তো পুরো খবরটা পড়বে! শুধু শিরোনাম পড়েই এই কান্নাকাটি।’

নতুন এই বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি। গত ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের হোটেল রামাদায় এর দৃশ্য ধারণের কাজ শুরু হয়। টানা তিন দিন কলাতলী বিচ, হোটেল রামাদাসহ বিভিন্ন লোকেশনে চলে এর কাজ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ