অনুষ্ঠিত হয়ে গেল ৩০তম ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড (এসএজি)’ এর আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন মিলনায়তনে শবিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বসে এবারের আসর। এসএজিতে এবার বাজিমাত করেছে ‘ওপেনহেইমার’ ও ‘দ্য বিয়ার’।
এ বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’।
সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিলিয়ান মারফি, ওপেনহেইমার থেকে। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিলি গ্ল্যাডস্টোন, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য।
সেরা পার্শ্ব-অভিনেত্রীর গিল্ড পুরস্কার জিতেছেন ডা’ভাইন জয় র্যানডলফ। ‘দ্য হোল্ড ওভার’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার উঠেছে রবার্ট ডাউনি জুনিয়রের হাতে।
টেলিভিশন সিরিজের পুরস্কারে এইচবিও-এর ‘সাকসেশন’ জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। সেরা কমেডি সিরিজ হয়েছে ‘দ্য বিয়ার’।
সেরা অ্যাকশন সিরিজ হয়েছে ‘দ্য লাস্ট অব আস’। ড্রামা সিরিজে ‘দ্য লাস্ট অব আস’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন পেড্রো পাসক্যাল। সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এলিজাবেথ ডেবিকির হাতে, ‘দ্য ক্রাউন’-এর জন্য। কমেডি সিরিজ ‘দ্য বিয়ার’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আয়ো অ্যাদিবিরি এবং সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেরেমি অ্যালেন হোয়াইট।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ