ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫২

বলিউডের অন্দরে খুশির খবরে ভরপুর। আনুশকা থেকে ইয়ামি গৌতম সবার ঘরেই খুশির বন্যা। বাবা-মা হতে চলেছেন আলি ফজল এবং রিচা চড্ডা। এবার প্রথম সন্তান আসার খবর দিলেন বরুণ-নাতাশা দম্পতি। রোববার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই ভক্তদের এই সুখবর দিয়ে দিলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান।

ইনস্টাগ্রাম পোস্টে দেওয়া ছবিটিতে দেখা যায়, দাঁড়িয়ে আছেন নাতাশা দালাল, তার বেবি বাম্প স্পষ্ট। স্ত্রীর সেই বেবি বাম্পে হাঁটু গেঁড়ে বসে চুমু দিয়েই আগত অতিথিকে আগাম ভালোবাসা জানাচ্ছেন বরুণ।

ক্যাপশনে বরুণ লেখেন, ‘উই আর প্রেগনেন্ট। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই।’

বরুণের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধুরা। তাদের মধ্যে রয়েছেন সামান্থা রুথ প্রভু, মৌনি রায়, জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা, সোনম কাপুর, গুরমিত চৌধুরি, অর্জুন কাপুর, ধর্মেশ, কৃতি শ্যানন, হর্ষবর্ধন কাপুর, শোভিতা ধুলিপালা, রোহন শ্রেষ্ঠা, জারা খান, সোফি চৌধুরী, ম্রুণাল ঠাকুর, চিত্রাঙ্গদাসহ অনেকে। এ ছাড়া হবু মা-বাবাকে ভালোবাসা উজাড় করেছেন দিয়েছেন অনুরাগীরাও।

প্রসঙ্গত, ২০২১ সালে দীর্ঘদিনের প্রেমিকা নাতাশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বরুণ। দুই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে ধুমধাম করে আয়োজন হয়েছিল তাদের বিয়ে। আরবসাগরের উপকূলবর্তী অলিবাগে সাসওয়ান হ্রদের পাশে এক রিসোর্টে বসেছিল এই বিয়ের আসর।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ