ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬

যে কারণে আমির খানের সিনেমায় অভিনয় করবেন না ফারিণ

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৪

বলিউডের ‘মিস্টার পারফেক্ট’ খ্যাত আমির খান সিদ্ধান্ত নিয়েছেন বাংলা সিনেমা প্রযোজনা করার। আমির প্রযোজিত বাংলা সিনেমার নাম ‘পাত্রী চাই’। এ সিনেমায় অভিনয় করার সুযোগ পান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কিন্তু সিনেমাটিতে অভিনয় ‘না’ করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত, এ বিষয়ে ফারিণ জানান, সিনেমার সবকিছু ঠিক থাকলেও শিডিউল সমস্যা ছিল মারাত্মক। সিনেমার শুটিংয়ের শিডিউল তিনবার পরিবর্তন করা হয়েছে। শিডিউল অনুযায়ী ফারিণ তার শিডিউল তিনবার পরিবর্তন করে তাদের সময় দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনবারই সিনেমার শুটিং শুরু হয়নি।

অভিনেত্রী বলেন, ‘এ সিনেমায় অভিনয়ের জন্য আমার অন্য কাজের শিডিউল নষ্ট হচ্ছে। ‘পাত্রী চাই’ সিনেমার আবার নতুন শিডিউল হলে সে শিডিউল অনুয়ায়ী শুটিং শুরু হবে কিনা সে বিষয়টিও অনিশ্চিত। তাই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

জানা গেছে, বলিউড অভিনেতা আমির খানের ফান্ড সমস্যার কারণে শুটিং আটকে গেছে ‘পাত্রী চাই’ সিনেমার। তবে খুব শিগগিরই সে সমস্যা কাটিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। আমির প্রযোজিত প্রথম বাংলা সিনেমা ‘পাত্রী চাই’-র চিত্রনাট্য ও পরিচালকের দায়িত্বে রয়েছেন ‘লাপতা লেডিস’ খ্যাত চিত্রনাট্যকার ও সিনেমার পরিচালক বিপ্লব গোস্বামী।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ